My Thoughts # 17
আমার কাছে সবচেয়ে আনন্দের বিষয় রমজান মাসের সেটা হলো আল্লাহ্ আমার মা, খালামনি, খালু, শশুর বাবা, শাশুরি মা, বড় চাচা, বড় খালাতো ভাই, বড় চাচাতো ভাই, বন্ধু, বন্ধুদের মা, বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশি এবং পৃথিবীর সকল মুসলিম যারা কবরবাসী তাদের সবার কবরের আযাব আগামী ৩০ দিনের জন্যে আল্লাহ্ তায়ালার বিশেষ রহমতে বন্ধ থাকবে। দোয়া করবো আমরা সবাই আল্লাহ্ তায়ালা সকল কবরবাসী কে আজীবনের জন্যে রমজানের উছিলায় কবরের আযাব থেকে ক্ষমা করে দিবেন।
রমজান মাস শুরুর শুভেচ্ছা।








